চীন সীমান্ত সংলগ্ন এলাকায় আদিবাসী বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে একের পর এক সংঘর্ষে মিয়ানমারের কয়েক ডজন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় দৈনিক ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এসব সংঘর্ষের কারণে কয়েক দশক ধরে চলা আদিবাসী বিরোধের অবসান ঘটাবেন বলে মিয়ানমারের নেত্রী অংসান সুচি যে প্রধান লক্ষ্য ঘোষণা করেছিলেন তা হুমকির মুখে পড়েছে। এদিকে সাম্প্রতিক এসব সংঘর্ষ থেকে প্রাণ বাঁচাতে মিয়ানমারের ২০ হাজারেরও বেশি মানুষ সীমান্ত পেরিয়ে চীনে আশ্রয় নেয়ার ঘটনায় বিদ্রোহী এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর প্রতি যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে বেইজিং।
গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীন সংলগ্ন মিয়ানমারের উত্তরাঞ্চলে বিদ্রোহী আদিবাসী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির (এমএনডিএএ) যোদ্ধদের সঙ্গে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অন্তত ৪৮ বার সংঘর্ষ হয়। এ সব সংঘর্ষে মিয়ানমারের কয়েক ডজন সেনা নিহত হয়।তবে মোট কতজন সেনা নিহত হয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
আর্টিকেলটি নিয়ে মন্তব্য করুন