এ পৃথিবীতে কেউ কোন দিন বেঁচে থাকেনি।
আমার পূর্ব পুরুষেরা না
আমি ও থাকবো না।
আমার উত্তর পুরুষ ও না।
তারপর! তারপর ক্ষয়ে যাবে এপিটাফ।
মুছে যাবে আমার স্মৃতি।
এসেছিলাম ধরণীতে জানবেনা কেউ।
আমার সম সাময়িক পশু পাখি,নদী গুলো মরে যাবে।
যে উত্তাল নদী গুলো টিকে যাবে
পরিবর্তন হবে তার প্রবাহে।
শহরে কার,বাস,মেট্রো চলবে।
পরিবর্তন হবে আমার সময়ের ড্রাইভার,হেলপার,যাত্রী আর কোলাহলের।
সময় আমাকে নিয়ে যাবে মহাকালে।
যেখানে মিলিয়ে গিয়েছে
আমার দাদার দাদার দাদা।
শত শত কোটি মানুষের ভীরে
টিকে থাকে কয়জনের নাম?
যার নাম টিকেই বা রইলো!
তার কি আসে যায়?
তাই আসুন কাশফুল দেখে হাসি।
পাখি, নদী, মাঠ, ঘাষ,মানুষ ভালোবাসি।
মানুষ হয়ে যাই ভাই ভাই।
পৃথিবীতে পুজির বিকাশের নামে
বন্ধ করি ক্রমবর্ধমান অসমতা।
ভুলে যাই, জাতীয়তাবাদের নামে ধর্মের নামে ঘৃণা বিদ্বেষ।
একই স্রষ্টার সৃষ্টি মোরা।
খোঁজে নেই জীবনের মানে
জীবনানন্দ, নজরুল, জন ডনের কবিতার মাঝে।
আর্টিকেলটি নিয়ে মন্তব্য করুন