তৃষ্ণা
আরেকটু কাছে,
চোখ বন্ধ হয়ে আসে, ধীরে ধীরে স্তব্ধ মনে,
শরীর ঢলে পড়ে, আরেকটু কাছে।
মন ডুবে যায় স্বর্গীয় মেঘের অতলে।
মেঘেরা ছড়িয়ে বেড়ায় অদ্ভুত ঘ্রাণ!
স্বর্গীয় ঘ্রাণ!
চেয়ে আছে কতো শত চোখ! তবু আরেকটু কাছে!
কমে যাক দূরত্ব, বন্ধ থাক চোখ,
খুলে যাক অনুভবের দুয়ার।
আসবে কি? আরেকটু কাছে…
অন্তরাল
বর্ষা নামে আধারে, তবু আছে আলোর অনুভূতি
অন্ধ চোখে, চোখও কথা বলে আলোর প্রতি ।
শব্দেরা ছুঁতে পারেনা, ছুঁতে পারেনা রতি
তবু ছুঁয়ে যায় তীক্ষ্ণ জ্যোতি।
সময় থেমে যায় একটি মুহূর্তে! এ কেমন অনুভূতি!
তীক্ষ্ণতার স্পর্শে হারিয়ে যাই, মনে আসে ভীতি।
মুহূর্ত যদি হারিয়ে যায়, হয়ে যায় স্মৃতি!
আকাশ বাতাস থমকে আজি, কানে বাজে স্নিগ্ধ বাঁশি,
কোনো কথা আসেনা মুখে, শুধু ভেবে যাই
কি সুন্দর হাসি!
আর্টিকেলটি নিয়ে মন্তব্য করুন