স্বাগতম দু’হাজার একুশ।
তোমার নতুনত্বের ছোঁয়ায়,
বিশ্বকে ভুলিয়ে দাও
প্রতি মুহুর্তের হাহাকার।
অনাহারী মানুষের
ক্ষুধাযন্ত্রণা আর আর্তনাদ।
বেকারত্বের জীবন ভাবনা,
হৃদয় কোঠায় জমে থাকা হতাশা।
মহামারীর থাবায় প্রিয় হারানোর হৃদয় নিংড়ানো স্মৃতি।
এসো নতুন বছর দু’হাজার একুশ।
ভুলিয়ে দাও শুভ্র স্নিগ্ধ অনিন্দ্য সুন্দর
পৃথিবীর পাষাণ রূপ।
দূধর্ষ ব্যাধির কালো থাবার আতংক!
অসমাপ্ত স্তব্ধ জীবনের জরাজীর্ণ রূপ।
ঘরবন্দী বালকের মলিন মুখ,
ভুলিয়ে দাও মৃত্যুকে আলিঙ্গন করা
প্রেমিকের মধুর স্মৃতিগুলো।
জীবনকে করে তোলো নতুন সূর্যের মতো।
প্রজ্জ্বলিত আশাময়।
© প্রাচ্যনিউজ ২০১৫ – ২০২০
সম্পাদক ও প্রকাশক : শেখ আদনান ফাহাদ ।
১৩৪২/২ পূর্ব শেওড়াপাড়া (৫ম তলা) | রানওয়ে রোড, কাফরুল, ঢাকা – ১২০৮ । ফোন : +৮৮০১৫৩৩৩৫৪৮২৭ (টেকনিক্যাল) |
ইমেইল: [email protected] (এডিটোরিয়াল), [email protected] (টেকনিক্যাল)
আর্টিকেলটি নিয়ে মন্তব্য করুন