সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে অবৈধ রাষ্ট্র ইসরাঈলের যুদ্ধ বিমান সিরিয়ার প্রাচীন নগরী পালমিরায় আক্রমণ চালানোর কারণ জানতে ইসরাঈলী রাষ্ট্রদূতকে জরুরি ভিত্তিতে কারণ দর্শানোর জন্য তলব করে রাশিয়া। এ বিষয়ে সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিডিয়াকে বিস্তারিত জানানো হয়। খবর রাশিয়া টুডে’র।
গত ১৭ মার্চ ইসরাঈলী জঙ্গী বিমান সিরিয়ার পালমিরায় সরকারি সেনাবাহিনীর উপর হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে শুক্রবারই রাশিয়ায় নিযুক্ত ইসরাঈলের রাষ্ট্রদূত গ্যারি কোরেনকে ডেকে পাঠানোর সমন জারি করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সহকারী পররাষ্ট্র মন্ত্রী মিখাইল বোগদানোভ বলেন, ইসরাঈল কর্তৃক সিরিয়ায় আক্রমণ চালানোর ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছে রাশিয়া।
শুক্রবার চালানো হামলার পর সিরিয়ার সেনাবাহিনী দুটি ইসরাঈলী বিমান ভূপাতিত করে বলে দাবি করে। অন্য দিকে ইসরাঈল বলেছে, তাদের বিমানের কোনো ক্ষতি হয় নাই। সিরিয়ান বাহিনী সম্প্রতি পালমিরা থেকে আইএস সন্ত্রাসী গ্রুপকে হটিয়ে দিয়েছে। সিরিয়া সরকারের একাধিক ব্যক্তি দাবি করেছেন, আইএসের পরাজয় মেনে নিতে পারছেনা ইসরাঈল। সে কারণে আইএসকে বাঁচাতে সিরিয়ায় আক্রমণ চালাতে চায় অবৈধ এ রাষ্ট্রটি।
নিজেদের আইএসের পৃষ্ঠপোষক বলে একাধিকবার অভিযোগের পরেও ইসরাঈল এ ব্যাপারে মুখ খোলেনি।
আর্টিকেলটি নিয়ে মন্তব্য করুন