প্রাচ্যনিউজ ডেস্কঃ ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সরাইল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যক্ষ শেখ মোঃ আবু হামেদ এর বাড়ি কালীকচ্ছের ‘শেখাবাদ’ এর উদ্যোগে বিপদগ্রস্ত ৬৫ পরিবারের মাঝে আপদকালীন সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।
‘শেখাবাদ’ এর উদ্যোগে আপাতত আশপাশের ৬৫ টি বিপদগ্রস্ত মানুষকে সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান শেখ আবু হামেদের বড় ছেলে প্রকৌশলী শেখ মোবাররাম আহসান। পরিবারের সদস্যদের চাঁদা-ভিত্তিক এই উদ্যোগ থেকে কর্মহীন হয়ে পরা গ্রামের ৬৫টি পরিবারের মধ্যে ৪৫০কেজি চাল,২০৩কেজি আলু,৬৫ কেজি ডাল,৬৫ কেজি পিঁয়াজ, সাবান,তেল ইত্যাদি বিতরণ করা হয়। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে কর্মজীবী মানুষ সাময়িক অসুবিধায় পড়েছে। সংকটে থাকা পরিবারের সহায়তায় সরকারি সহায়তা প্রকল্পের পাশাপাশি এগিয়ে এসেছে সারাদেশের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ।
বৃহস্পতিবার ফজরের নামায এর পর অত্যন্ত গোপনে এই সহায়তা কাজ শেষ করা হয়। সাহায্যগ্রহণকারী মানুষদের সম্মান বজায় রাখতেই সকালের সময় বেছে নেয়া বলে জানান শেখ আবু হামেদের আরেক সন্তান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শেখ এনায়েত রাসেল। বিপদগ্রস্ত পরিবারগুলোকে আগেই ফোন করে এবং বাড়ি গিয়ে আজকের পরিকল্পনা সম্পর্কে জানানো হয়েছিল। সবাইকে একসাথে দেয়া হয়নি। ছোট ছোট গ্রুপে করে পরিবারগুলো এসে সহায়তা নিয়ে যায় বলে তিনি জানান। কালীকচ্ছ গ্রামে এর আগে প্রকৌশলী আবুল বাশার, ব্যবসায়ী রাসেল চৌধুরীর উদ্যোগেও বিপদগ্রস্ত মানুষকে সহায়তা প্রদান করা হয়।
আর্টিকেলটি নিয়ে মন্তব্য করুন