গত ১০ই এপ্রিল রবিবার রাশিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং রাশিয়া ছাত্রলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন রাশিয়া আওয়ামী লীগের সভাপতি ডা. মোতালিব পাটওয়ারী বাহার এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন সিআইপিসহ রাশিয়া আওয়ামী লীগের প্রভাবশালী অনেকে। রাশিয়ার রাজধানী মস্কোর মিকলুকা মাখলায়ার ক্যাফে সিনবাদে এই সভা অনুষ্ঠিত হয়।
রাশিয়ায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে কর্ম পরিকল্পনার পাশাপাশি রাশিয়ায় অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের কাছে শেখ হাসিনার সরকারের ইতিবাচক অবদান তুলে ধরার বিষয়ে এ সভায় আলোচনা হয়। সভায় রাশিয়ান ফেডারেশন ছাত্রলীগের ভবিষৎ পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নোকর্মীদের মধ্যে মতের আদান-প্রদান হয়। সভায় রাশিয়া ছাত্রলীগের ২৫-৩০ জন সক্রিয় নেতা, কর্মী উপস্থিত ছিলেন। রাশিয়া ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শামীম ছাড়াও তৃণমূল থেকে ছাত্রলীগ করে আসা ইব্রাহিম ইসলাম, বাপ্পি, সাব্বির আহামেদ, সাইফুল আলাম, নাজিমুদ্দিন চৌধুরি ইমরান, ওমর ফারুক নিজ নিজ বক্তব্য রাখেন।
ছাত্রনেতা মোঃ শামীম বলেন, ছাত্রলীগ ত্যাগে বিশ্বাসী। ছাত্রলীগ করতে হবে মুজিব আদর্শ ভালবেসে। নিজের স্বার্থে ছাত্রলীগ যারা করে তাঁরা জাতির পিতার আদর্শ ধারণ করেনা। বাংলাদেশ কিংবা রাশিয়া সবখানে তারা ছাত্রলীগের মানহানি করে। তাদের থেকে সাবধান হতে হবে।
রাশিয়া ছাত্রলীগের অন্যতম ত্যাগী ও কর্মঠ সদস্য এবং পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়ার (গণমৈত্রী বিশ্ববিদ্যালয়, রুদেন) শিক্ষার্থী সাইফুল আলম বলেন, রাশিয়া ছাত্রলীগের ঐতিহ্য ও ভবিষ্যৎ এর কথা ভেবে যারা স্বার্থের জন্য ছাত্রলীগে ভীড়েছে তাদের প্রতিহত করতে হবে। ছাত্রলীগ কারো স্বার্থ উদ্ধারের সংগঠন না। এটি দেশ ও মানুষের বিপদে নিঃস্বার্থ সেবা দেয়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু তৈরি করেছিলেন। সেই সংগঠনের জন্য আমরা কাজ করে যাবো। রাশিয়া ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
রাশিয়া আওয়ামী লীগের সভাপতি ডা. মোতালিব পাটওয়ারী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছাত্রদের সমস্যার কথা আমি শুনেছি । আমরা ছাত্রদের পাশে ছিলাম এবং থাকবো। সকলকে বাংলা নববর্ষ ১৪২৪ এর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি রাশিয়া ছাত্রলীগকে পরিচ্ছন্ন এবং মুজিবের আদর্শ ধারণ করার আহবান জানিয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আর্টিকেলটি নিয়ে মন্তব্য করুন