প্রদীপ চক্রবর্তী, আগরতলা থেকেঃ
এিপুরা ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পকিত সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে । দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে চলতি পর্যায়ে বাংলাদেশের ২৫ সদস্যের অফিসার পর্যায়ের প্রতিনিধি দল বুধবার আগরতলা এসেছে । আখাউরা সীমান্তে প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছে এিপুরা সরকারের যুগ্ম সচিব এস দাস।
সোনারতরী রাজ্য অতিথি নিবাসে সামান্য বিশ্রামের পর প্রতিনিধি দলটি এিপুরা সরকারের ট্রেজারিতে যায়।সেখানে তাঁরা ট্রেজারির কাজকর্ম দেখেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। ট্রেজারিতে বাংলাদেশের প্রতিনিধি দল প্রায় ৩ ঘন্টা অতিবাহিত করেন ।এরপর এরা রাজ্য সচিবালয়ে যায়। সেখানে সচিবালয়ের প্রশাসনিক কাজকর্ম প্রত্যক্ষ করে বাংলাদেশের প্রতিনিধি দল । বৃহস্পতিবার প্রতিনিধি দলটি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সরকারী দপ্তর পরিদর্শন করবে বলে সূচী রয়েছে ।
বাংলাদেশের সরকারী অফিসার পযায়ের প্রতিনিধি দলের এ ধরনের সফর এই প্রথম । এই সফরকে খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে । কেননা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ সহসাই ভারত সফরে আসছেন ।তাঁর সফরের আগে ২৫ সদস্যের অফিসার পর্যায়ের প্রতিনিধি দলের ত্রিপুরা সরকারের কাজকর্মের পর্যবেক্ষণ ও নানা বিষয়ে মতবিনিময় ভবিষ্যত দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও মজবুত করার ইঙ্গিত দিচ্ছে।
প্রসঙ্গত বলা যেতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগরতলা সফরে এসেছিলেন এবং তাঁকে বিশাল জনতার সামনে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছিল । ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদালয়ের তরফে সাম্মানিত ডি, লিট উপাধি দেয়া হয়েছিল মুজিব তনয়াকে।
এদিকে এিপুরা সরকার বাংলাদেশকে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে । আগামী কিছু দিনের মধ্যেই দ্বিতীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ করা শুরু হবে। গত বছর থেকে এিপুরা বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে । সূর্যমনিনগর গ্রীড থেকে ৪১০ কেভি পরিবাহী লাইন দিয়ে সরবরাহ করা বিদ্যুৎ কুমিল্লা গ্রীডে যাবে। এিপুরার বিদ্যুৎমন্ত্রী মানিক দে জানিয়েছেন বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্যই এই বিদ্যুৎ দেয়া হচ্ছে ।নিকট ভবিষ্যতে আরো বেশি পরিমাণ বিদ্যুৎ দেয়া হবে।
বলা যেতে পারে বাংলাদেশ ভারতকে ১০ গিগাবাইট ব্যান্ডওয়িথ দিচ্ছে । ভারতের পক্ষে এটা বিশাল প্রাপ্তি । বলা বাহুল্য বাংলাদেশ ও এিপুরার মধ্যে সম্পর্কের নৈকট্য ক্রমশ বাড়ছে । আগরতলার সাথে আখাউরা রেল সংযোগ হলে এই সম্পর্কের নয়াদিগন্ত সূচিত হবে ।
প্রাচ্যনিউজ/৮ ফেব্রুয়ারি/পিসি/এসএএফ/
আর্টিকেলটি নিয়ে মন্তব্য করুন